ঝুরঝুরে ভেঙে পড়ে সাঁঝ
সুদীপ্ত ভট্টাচার্য্য
পরকীয়ার সাথে আলোর বিশেষ বনিবনা না থাকায়
অপেক্ষার সাঁঝ অথবা সাঁঝের অপেক্ষায়
জীবিত মৃত কিংবা জীবন্মৃতরা ত্র্যটক করে
এ সময়টা ছাদ ছেড়ে আলসেতে থাকলে
তুমি দেখতে পাবে
কিভাবে প্রাচীন বিষন্নতা মহাজাগতিক গ্রীবাসন্ধিতে চুমু দেয় অগোচরে
অবশ্য এই সব নিয়ে অনেক বর্ণ মমি হয়ে আছে হাজার হাজার পাতায়
তুমি খুলেছো পোষাক অভ্যাসের প্রাগৈতিহাসিক স্পর্শে
শুধু শিহরণ জমে আছে পথের যেখানে যেখানে
সেখানেই সারি সারি বকুল গাছ কে যেন কবে লাগিয়েছিল
গোধূলির বৈতরণী পার হবার ক্ষণে।
Comments