ভাবনা
সুশান্ত সেন
কতবার খাবি খেলে বলা হয় খালাসি
বাতাস থমকে গেলে, ঘরে ফেরে বাতাসি।
কান টা টানতে গেলে কানপুর যাওয়া চাই
মিহি করে বেটে শীলে, মিহিদানা তবে খাই।
সিন্দুক খুলে দেখি , বন্দুক ভরা আছে
তালশাঁস সন্দেশ ঝোলে দেখি তাল গাছে।
দিন আর রাত টাকে প্রতিদিন দেখে দেখে
গুড গুলে ভাং খেয়ে, ডাং - গুলি খেলা শেখে ;
তোমাদের সাথে ভাব করলো এ ভাবুকে
দরকার হলে ডেকো সরকার বাবুকে ।।
Comentários