অবহেলা
তৈমুর খান
সব পরামর্শরা হাসছে
আমি রাজাবাদশা হব
আমি দেশপ্রেমিক হব
আমি প্রাতঃস্মরণীয়...
কেউ বিশ্বাসই করতে চাইছে না !
অথচ আমার কত প্রচেষ্টা
জনে জনে বোঝাচ্ছি
দেশের কথা বলছি
মানুষের কথা বলছি
কেউ-ই তেমন গুরুত্ব দিচ্ছে না
রোগা বউটি পর্যন্ত
তরকারিবিহীন ভাত আমার দিকে ঠেলে দিচ্ছে
কবে ওর ওষুধ ফুরিয়ে গেছে তারই অভিমান ছুঁড়ে দিচ্ছে
ছেলেমেয়েগুলো শার্টের ফুটো পকেটে হাত ঢুকিয়ে
হিহি হেসে পালাচ্ছে...
Comments