সেই ভারতবর্ষের কথা বলা হয়নি
পরিযায়ী
আবাসনের প্রত্যেকটা ঘর এক এক টুকরো ভারতবর্ষ সেখানেও সন্ত্রাসের এনকাউন্টার হয় ভালোবাসার চাঁদ উঠে হৃদয়ের ব্যালকনিতে, প্রেম এসে বসে পার্টির আলো আধাঁরি টেবিলে,সবুজ বিপ্লবের সুখ উড়ে বেড়ায় প্রজাপতির মতো এ প্রদেশ থেকে অন্য প্রদেশে,বিরহের অশ্রু নদীমাতৃক এক ভারতের কথা বলে।উন্নয়নের কয়েনের অন্য পিঠে যে ভারতবর্ষের গল্প আছে সেই গল্পের কবিতা লেখা হয়নি এখনো।ট্রেন লাইনের পাশে গড়ে ওঠা এক একটা ঝুপড়ি এক একটা প্রদেশের সহবস্থান,ধর্মনিরপেক্ষ গনতান্ত্রিক ভারতবর্ষে,এখানেও রেইড হয় অন্য ভারতের সুপারি কিলারের জন্য।রাত যত গভীর হয় গোপন বৈঠকের বিপ্লব দীর্ঘজীবি হয়।রক্তাক্ত রাজপথ, বারুদের গন্ধ লেগে থাকে বস্তির ভোরের আলোমাখা শিউলির গায়ে।
ভালোবাসার তো কোন সীমান্ত হয় না
এই ভারতবর্ষের দুটি হৃদয়ে ভালোবাসা এসে বসে প্রেম ডানা মেলে গান গায়"আজি এ বসন্তে "।
বস্তির ঘর বাড়ে,ভোটার সংখ্যা বাড়ে,
রেশন কার্ড,আধার,প্যানের উন্নয়ন পৌঁছে যায় রাস্তাহীন,জলহীন,পলিথিনে ঢাকা নারী পুরুষের প্রাতকৃত নগ্ন স্বচ্ছ ভারতবর্ষের ঘরে।এখানে কোনো ইংলিশ মিডিয়ামের চাকচিক্য নেই,চাকরির দাবিতে বিক্ষোভ নেই,পরকীয়ার গল্প নিয়ে উপন্যাস নেই,সবজিতে আগুন লাগলেও বনধে্র পোস্টার পরে না এখানে কোন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বধূ মৃত্যু হয় না,ভর্তুকির কেরোসিন ভাত রাঁধে,একটি তক্তপোষ মাথায় ত্রিপল বৃষ্টির রোমান্স কালবৈশাখীর অ্যাডভেঞ্চার নিয়ে এই ভারতবর্ষ "জন গন মন অধিনায়ক " গায়।
ভারত আমার ভারতবর্ষ এখন প্রত্যেক প্রদেশে প্রত্যেক জেলায় প্রত্যেক পাড়ায় পাড়ায় কয়েনের এপিঠ ওপিঠ হয়ে পনেরোই অগাস্ট পালন করে।
না,সেই ভারতবর্ষের কথা বলা হয়ে উঠেনি কখনো।।
Comments