আহ্বান
চুনীলাল দেবনাথ
স্বাধীন ছায়াগুলো আজ
উন্মুক্ত নীল আসমানে
শুধু লোলুপের ডানামেলে
ওড়ে আর লাভের অন্তঃসারহীন
পুঁটলি নিয়ে ঘুরে বেড়ায়
অকর্মণ্য ঢেঁকিরদলেরা
অথচ তাদের পিতৃপুরুষেরা ছিলো
বীর মায়ের সন্তান
রক্তে ছিলো অফুরন্ত সারকিউলেশান
ভেঙ্গে দিয়ে পরাধীনতার শৃঙ্খল
উড়িয়ে ছিলো গর্বের তেরঙ্গা পতাকা
বুঝে ছিলো ফিরিঙ্গি দলেরা
এখানে বিরাজ করে
তেজী মায়ের সন্তানেরা
তাদের আজ সেলাম
তাদের চরণ ধূলো
এ মাটিতে আবার দরকার
হে মোর বীর শহীদ সন্তান
তোমাদের করি আহ্বান।
Comments