স্বাধীনতার চাহিদা
পতিত পবন বাজানি
স্বাধীনতা আনুক
ফুটপাতে থাকা বসতিহীন মানুষের আশ্রয় দাবির তীব্র কাঁপন ।
স্বাধীনতা আনুক
কুসংস্কারে ঢাকা অবহেলিত নারীর মুখে সতেজ ভাষণ।
স্বাধীনতা আনুক
বেকার জীবনে চাকরি আদায়ের জ্বলজ্বলে এক রাঙা পোস্টার ।
স্বাধীনতা আনুক
খেটে খাওয়া শ্রমিকের পর্যাপ্ত মজুরির ন্যায্য অধিকার।
স্বাধীনতা আনুক
রাজনীতির ঊর্ধ্বে রঙিন নেতাদের বেরঙিন মুখ ।
স্বাধীনতা আনুক
রক্ত দিয়ে জীবন বাঁচানোর অমলিন সুখ।
স্বাধীনতা আনুক
ফেসবুক আর টুইটারেতে ঘটে যাওয়া নানা ঘটনার ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা আনুক
না ফোঁটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রানে একটি গোলাপ।
স্বাধীনতা আনুক
বর্ষায় ছাতা, শীতের কম্বল, গরমে নরম হাওয়া। স্বাধীনতা আনুক
বদ্ধ পাখির শিকল ভেঙে ডানা মেলে উড়ে যাওয়া ।
Comments