top of page
Search
agantukpotrika

স্বাধীনতা ।। কবিতা ।। রবীন্দ্রনাথ মণ্ডল


আমার  স্বাধীনতা 

রবীন্দ্রনাথ মণ্ডল



তোমাকে আজও পাওয়া হয়নি স্বাধীনতা


তাই আজও আমার দীর্ঘ প্রতীক্ষা।


আজও সমাজে জাত ভিন্ন-ভিন্ন 


পাই না খেতে এক মুঠো অন্ন।


সভ্যতা-সংস্কৃতি ভাঙে, ধর্ষণ বাড়ে


আমরা খুঁজে পাই না তার মানে।


এ শহর নিরাপদ নয়,বিভেদের রাজনীতি 


হৃদয়ে থাকে না আর, স্নেহ -প্রেম -প্রীতি। 


কত যন্ত্রণা, হতাশা,ব্যর্থতা বুকে নিয়ে আছে যারা


তাদের কাছে স্বাধীনতা, তুমি আজও অধরা। 


দেখতে -দেখতে ৭৪ থেকে ৭৫ এ এলে 


বলতে পার স্বাধীনতা তুমি কি দিয়ে গেলে ? 


কত শহীদের রক্তের বিনিময়ে আমরা তোমাকে পেলাম 


স্বাধীন দেশের নাগরিক হয়ে ও,আজও রাষ্ট্রের গোলাম ! 



এখানে লাশ ভাসে  নদীতে 


কি আশায় বাঁচব এ ভূমিতে ! 


ভোটের নামে এখানে রক্ত কেন ঝরে 


তোমাকে পাওয়ার লোভে আজও সবাই  লড়ে। 


আর শোষণ -বঞ্চনা নয়,এবার স্বাধীনতা চাই 


বিবেকের বাণী জাগ্রত হোক, ভারত আমার ভাই। 


নতুন ভোরের স্বপ্ন, ভালোবাসার পৃথিবী চায়।


সাম্য চাই, মুখে তোমারই গান গায়।।



11 views0 comments

Komentar


bottom of page