বর্তমান ভারত
শান্তনু গুড়িয়া
'সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!'
স্বজনপোষণ আর দুর্নীতিতে দেশটা হচ্ছে শেষ |
জনসেবার নামে জার্সি বদল এখন রাজনীতিরই অঙ্গ
দলাদলি আর কোন্দল-তরজায় উঠছে জমে রঙ্গ!
'মেরা ভারত মহান' এখন ধর্ষক খুনী মাফিয়ারা বলে,
ক্ষীরভোজীরা অলিতে-গলিতে ক্ষীরসর্দারের কথায় চলে |
আদর্শের অন্তর্জলী যাত্রায় প্রজন্মের কপাল পুড়ছে,
মৌলবাদের কান্ডারীরা সর্বনাশের কবর খুঁড়ছে|
রক্ষক যখন ভক্ষক হয়, দেশ ভরে ভ্রষ্টাচারে
রক্তের হোলি জাতিদাঙ্গায়, বলো কোন স্রষ্টা পারে?
স্বাধীনতার সুগন্ধ কই ? বেকারত্বের জ্বালায়
নিয়ম করে শহীদ স্মরণ ফি-বছর ফুলমালায় |
তিন সমুদ্রের সঙ্গমে পা ডুবিয়ে অপেক্ষা সূর্যোদয়ের
আত্মবিশ্বাসে ভর করে স্বপ্ন দেখি বিশ্বজয়ের |
নীরজ-সম পদ্ম ফুটুক ভারতের প্রতি ঘরে ---
আত্মঘাতী জাতির হৃতগৌরব যদি পুনরুদ্ধার করে!
Comments