top of page
Search
agantukpotrika

স্বাধীনতা।। কবিতা ।। সৌম্যনীল বসু


বাস্তবিক মহাকাব্য

সৌম্যনীল বসু



তোমার দুচোখ খোঁজে আমার কবর

যেখানে কফিনে লেখা প্রেমের কবিতা

শহরের এই মরুদ্যানে আজ ভগ্নের হৃদয়

বিক্রী হয়েছে প্রেম গল্পঃ সবই তা।

আলাপচারিতা আজ আঁধারের সাথে

যেখানে শকুন কাক মেতেছে খেলায়,

লখিন্দরের আজ নতুন প্রেয়সি

হতভাগী বেহুলা উঠেছে ভেলায়।

প্রেমের দালাল আজ বিক্রি করেছে

মনের ভেতরে থাকা নগ্ন শরীর,

সীতা আজ বসে আছে প্রণয় তাগিদে

তাই দেখে ব্যাকুলতা মগ্ন হরির।

মেঘনাদ বসেছেন চুক্তি করতে

তাই দেখে আনন্দ ধরে না রামের,

পক্ষ নিয়ে চিন্তিত পাণ্ডব বংশের

রাবনে যাবেন নাকি থাকবেন বামের?

সংসার সংসার চিন্তিত চিত্তে



পশুপাল আজ আর অন্যায় করে না,

আয়ান- পাঞ্চালি আজ প্রেমে তে মজেছেন

বন্দুক ছেড়ে কানাই বাঁশি তো ধরেন না।

প্রেম, ঘৃনা , রাজনীতি এই কলিযুগে

মেতেছে সবাই আজ ধ্বংসের খেলায়,

আসলে আমরা তো কৌরব বংশ

হারিয়ে গিয়েছি কোন কুম্ভের মেলায়।

মঙ্গল নেমে আসে রাহুর বুকেতে

শুক্র তুঙ্গে আজ কেতুর কবলে,

কৃষ্ণ তো মরেনি কোনো অভিশাপে!

মরেছিল বানে?নাকি সাপের ছোবলে?



6 views0 comments

ความคิดเห็น


bottom of page