২৩শে এপ্রিল সংখ্যা ।। কবিতা ।। গোবিন্দ মোদক
- agantukpotrika
- Apr 23, 2023
- 1 min read

বেলাশেষে
গোবিন্দ মোদক
তখন মনের কোণে গান ছিল
বুকে আবেগের বান ছিল
স্বপ্নভরা সে দিন ছিল
হৃদয় জুড়ে কতো বীণ ছিল
তখন হাসার মতো ক্ষণ ছিল
ভাবার মতো মন ছিল।
তখন চাইলে মন খুশি হতো
চাইলেই সব বেশি পেতো
তখন বুকের কারুকার্য ছিল
মনের কথা শিরধার্য ছিল!
এখন বসন্ত সব গেছে চলে
এখন স্বপ্ন-শব গলায় দোলে
এখন আঠারো মাসে বছর শেষ
এখন নেইকো বুকে সবুজের লেশ।
এখন হামা দিয়ে চলে মন
মনের কোণে গহীন বন
হাতের তালুতে আড়াল দৃষ্টি
এখন স্তব্ধ সব নতুন সৃষ্টি
হায়, এসব যে কেউ চায় না!
হায়, তবুও তো পার পায় না!
ความคิดเห็น