top of page
Search

২৮ শে মার্চ সংখ্যা ।। কবিতা ।। মানস দেব


লড়াই থেকে যুদ্ধ


মানস দেব



লড়াই

আবার একটা লড়াই।

লড়াইটা যে কখন যুদ্ধে পরিণত হলো জানা নেই ।

ইতিহাসে যত যুদ্ধ ঘটেছে

এই যুদ্ধটা একটু আলাদা ।

রক্তপাতহীন , ক্ষমা সুন্দর !

পাওয়া না পাওয়ার যুদ্ধ ।

বাঞ্ছনাকে না মেনে নেওয়ার যুদ্ধ ।


শাসকের রক্তচক্ষু , ফরমান

আন্দোলনকারীদের শিরা-উপশিরায় জাগিয়ে দেয়

ইস্পাত দৃঢ় শক্তি ।

লাল- নীল- সবুজ- সাদা- গেরুয়া

মিলেমিশে একাকার !

এখন আর এক বৃন্তে দুটি কুসুম নয়

এক বৃন্তে হাজার কুসুম ।


যুদ্ধের পরিণতি জানা নেই।

তবু উভয়পক্ষ ট্রফি জয়ে বদ্ধপরিকর ।

ইতিহাসের রক্তপাতহীন টমেটো যুদ্ধ বা

গোলাপ যুদ্ধের পর

এ এক অধিকার আদায়ের যুদ্ধ ।

লক্ষ লক্ষ সভ্য সমাজ পরিণতির দিকে তাকিয়ে ।



 
 
 

Comments


Subscribe Form

Thanks for submitting!

©2021 by Agantuk Potrika.

bottom of page