top of page
Search

২৮ শে মার্চ সংখ্যা ।। কবিতা ।। মানস দেব

agantukpotrika

লড়াই থেকে যুদ্ধ


মানস দেব



লড়াই

আবার একটা লড়াই।

লড়াইটা যে কখন যুদ্ধে পরিণত হলো জানা নেই ।

ইতিহাসে যত যুদ্ধ ঘটেছে

এই যুদ্ধটা একটু আলাদা ।

রক্তপাতহীন , ক্ষমা সুন্দর !

পাওয়া না পাওয়ার যুদ্ধ ।

বাঞ্ছনাকে না মেনে নেওয়ার যুদ্ধ ।


শাসকের রক্তচক্ষু , ফরমান

আন্দোলনকারীদের শিরা-উপশিরায় জাগিয়ে দেয়

ইস্পাত দৃঢ় শক্তি ।

লাল- নীল- সবুজ- সাদা- গেরুয়া

মিলেমিশে একাকার !

এখন আর এক বৃন্তে দুটি কুসুম নয়

এক বৃন্তে হাজার কুসুম ।


যুদ্ধের পরিণতি জানা নেই।

তবু উভয়পক্ষ ট্রফি জয়ে বদ্ধপরিকর ।

ইতিহাসের রক্তপাতহীন টমেটো যুদ্ধ বা

গোলাপ যুদ্ধের পর

এ এক অধিকার আদায়ের যুদ্ধ ।

লক্ষ লক্ষ সভ্য সমাজ পরিণতির দিকে তাকিয়ে ।



5 views0 comments

Commentaires


bottom of page