২৮শে মার্চ সংখ্যা ।। কবিতা ।। প্রতীক মিত্র
- agantukpotrika
- Mar 28, 2023
- 1 min read

ঘর সাফ
প্রতীক মিত্র
ব্যস্ততা চতুর্দিকে।
ঘর পরিষ্কার চলছিল।
নোংরা বাড়তি অপচয়ের যা কিছু
ফেলে দেওয়া চলছিল:
রদ্দি কাগজ, ভাঙা খেলনা, অকেজো যন্ত্র,
এক্সপায়ারি ডেট পেরোনো ওষুধ, মরা ইঁদুর, ভালবাসা…
ঘর খালি না হলে নতুন জিনিস ঢোকানো যাচ্ছে না,
নতুন চিন্তা, নতুন রঙে রাঙিয়ে তোলা
এইসব কাঠামো,হৃদয়।
মাঝে মাঝে ঘর খালি করতে হয়।
মাঝে মাঝে নতুন করে রঙ করতে হয়।
নইলে নোনা ধরে যায় দেওয়ালে,
মনে স্মৃতির দখলদারি।
Comentários